চাষীর কথা

মৃন্ময় মাজী

 

বড় দুঃখে করি চাষ

নেই কোনো মান

কি' যে খাব বারোমাস ?

      পেটে পড়ে টান।

 

অনাহারে মরি কেউ

মুখে উঠে রক্ত

দুর্বল শরীরে

চাষ করা শক্ত।

 

ফসলের দাম নাই

রাস্তাতে পড়ে ওই।

গাছ তলে কত কথা

মগ ডালে হৈচৈ।

 

বিজ্ঞাপন খুটে খায়

সময়ের কাঁটা।

চাষীদের মুখে পড়ে

ক্লান্তির ঝাঁটা।

 

রাত শেষে ভোর, তবু

কালো অন্ধকার

চাষীদের চারা গাছ

পুড়ে ছার খার...


মানভূম সংবাদের সাহিত্যের পাতায় প্রকাশিত