আঁধার
মৃন্ময় মাজী
এক ফোঁটা আঁধার ছিটকে
আসে প্রদীপের উঠোনেতে
যেখানে চাঁদের বিছানায়
শুয়ে থাকে জীবনের আলো
স্বপ্ন ভাঙে, শব্দ ওঠে শূন্যে
বৃষ্টি নেমে আসে
ভিখিরি বালিশে...
( প্রকাশিত আনন্দ বার্তা পত্রিকা)
0 Comments
Post a Comment