অন্ন গন্ধ


সকাল থেকেই হারিয়েছি

হন্যে হয়ে খুঁজেছি নিজেকে

সমস্ত শহর অলিগলি

এমনকি বড় বড় রেস্টুরেন্টে খুঁজেছি, পাইনি

টেলিফোন তার ধরে বাড়ি বাড়ি খুঁজেছি, পাইনি

 

অবশেষে কাঁচা রাস্তা ধরে

মেঠো ইঁদুরের পথ বেয়ে

বুক চাপড়ানো ধান ক্ষেতে

কেঁচো গুগলির সাথে নিজেকে পেয়েছি

শুঁকে দেখি সারা গায়ে দুঃখী অন্ন গন্ধ।



প্রকাশিত- বিন্দু পত্রিকা, বাংলাদেশ