থিটা কোণ

মৃন্ময় মাজী

 

সেই তো পরিধি কেন্দ্র বিন্দুর চিৎকার

ভালোবাসা যত ব্যাসার্ধ প্রসারিত।

ব্যাস মাপলেও ভুল নয়, সেটাও তো পথ

কৌণিক দুরত্বে রাখা হৃৎপিণ্ডে থিটা কোণ।

বৃত্তচাপ প্রেমের আচ্ছাদন, পরিধির বিস্তার

কেন্দ্রে বসে নির্ণয় পরিসীমা, আবেগের ঘনত্ব।

 

ঘনত্ব =  ভালোবাসা x সময় সমীকরণ ব্যস্ত

চারকোনা আয়তক্ষেত্রের ট্রাপিজিয়াম স্বপ্ন।

ঘাসের জমির ক্ষেত্রফলে ঘুরপাক চতুষ্পদ

পরিবর্তিত থিটা কোণ আঁকে জ্যামিতি।


   "এ যুগের রুদ্রাক্ষ" পত্রিকায় প্রকাশিত 

( এখন পত্রিকার নাম কালি কলম মনন)