ও নদী

মৃন্ময় মাজী 


আঁকাবাঁকা পথ হেঁটে থেমে গেছো নদী

বুকের সমস্ত জল দিয়ে সৃজন এঁকেছো তীরে 


পাড় ভাঙে, পাড় গড়ে মাটি আর শেকড়ের টান

চোখ মেলে দেখে গেছো কত আলো- আঁধারের রাত 


ভাটার টানেতে শুকিয়ে যেওনা তুমি

মনে রেখো এখনো তোমাকে মা'ডাকে কাঁকড়া আর কচি ঘাস।


প্রকাশিত উৎসব ছায়াবৃত্ত