উড়ে যাওয়া রঙ

মৃন্ময় মাজী


যে পাখিটি উড়ে গেল তার কোনো রঙিন ছিল না


তার দুটো ডানা, দুটো চোখ, এক স্বপ্ন

চাইতো আকাশ 


আকাশের কোনো রঙ নেই

কোনো হাত নেই 


পাখিটি বুঝতে পেরে শেষে

উড়ে যাওয়া রঙে মিশে গেল


স্বরবর্ণ পত্রিকায় প্রকাশিত