তুষে ঢাকে নোনা জল

মৃন্ময় মাজী 


এক মুঠো ভাতে 

গড়ায় শিশির

ঝরে অশ্রুফল। 


আইবুড়ো ধান

নববধূ চাল,

তুষে ঢাকে যত নোনা জল। 


বোঝোনি ধানের

শেকড়ের জ্বালা, 


হারিয়েছে সব পরিচয়।