মৌচাক
মৃন্ময় মাজী
ঐ দেখ
ফুল ফুটে।
মৌমাছি
এল ছুটে।
গুন গুন
গান গায়।
মধু নিয়ে
কোথা যায়।
ভরা গাছে
আছে লিচু।
চল তোরা
পিছু পিছু।
সেই খানে
মৌচাক।
মধু মাছি
এক ঝাঁক।
মৌচাক
মৃন্ময় মাজী
ঐ দেখ
ফুল ফুটে।
মৌমাছি
এল ছুটে।
গুন গুন
গান গায়।
মধু নিয়ে
কোথা যায়।
ভরা গাছে
আছে লিচু।
চল তোরা
পিছু পিছু।
সেই খানে
মৌচাক।
মধু মাছি
এক ঝাঁক।
0 Comments
Post a Comment