পাকা ধানে মই, স্বপ্নে ভাজি খই
মৃন্ময় মাজী
মুষলধারায় বৃষ্টি পড়ে
ক্ষেত ভরেছে জলে
রাতের বেলায় স্বপ্নে দেখি
নৌকা জাহাজ চলে।
ভালই হল আর যাব না
ঘুরতে পুরি দিঘা
বাড়ির কাছে সাগর আছে
একশ কুড়ি বিঘা।
পাকা ধানে মই, স্বপ্নে ভাজি খই
মৃন্ময় মাজী
মুষলধারায় বৃষ্টি পড়ে
ক্ষেত ভরেছে জলে
রাতের বেলায় স্বপ্নে দেখি
নৌকা জাহাজ চলে।
ভালই হল আর যাব না
ঘুরতে পুরি দিঘা
বাড়ির কাছে সাগর আছে
একশ কুড়ি বিঘা।
0 Comments
Post a Comment