যে পাখিটি উড়ে গেল

মৃন্ময় মাজী 


জন্ম থেকে মৃত্যুর আগের

এই ব্যবধানে যত আনন্দ উল্লাস.. 


ছোটোবেলা মনে পড়ে যায় 

প্রিয়জনেদের কোলে খেলা ...

ধীরে ধীরে কোল থেকে চলে যায় বেলা,

বেলা যেতে যেতে 

গোধুলির সাথে হারায় সকল খেলা ... 


কঠিন জগৎ !

যাদের মুখের দিকে চেয়ে কথা শেখা

হটাৎ হটাৎ বোবা হয়ে যায় তারা,

মুছে যায় যত জন্মদাগ। 


আমাকে কান্নারা চেপে ধরে,

উঠোনে গড়ানো আয়ুজলে

ছায়া দেখে বুঝে উঠি, বড় হয়ে গেছি।