পড়া
মৃন্ময় মাজী

জানতে হলে
পড়তে হবে
পড়তে গেলে বই।

পড়তে যদি
বসতে চাও
কোরোনা হৈ চৈ।

এক মনেতে
পড়লে পরে
মাথায় ধরা থাকে।

শান্ত মাথা
খুব জরুরি
গোল করোনা ফাঁকে।

খাতার সাথে
কলম নিও
পড়তে বোসো রোজ। 

পড়ার কথা
লিখো পাতায়
স্মৃতি পাবে খোঁজ ।